.       নতুনের আগ্রহ জাগে
        সকলের মনে,
        পুরাতন যত সব ছিল
        স্মৃতির খাতায় রাখে।

        আগ্রহ জেগে ওঠে
        ফেইসবুক খুলে,
        কার্টুন দেখে,শিশুরা
        লেখা পড়ায় অনাগ্রহ করে।

        মানসিক রোগে ভোগে
        অতিমাত্রা ব্যবহারে,
        চোখে দেখে ঝাপসা
        মাথায় ব্যথা ভোগে।

        প্লেস্টেশন যুগ এলো
        অনলাইনে খেলে,
        খেলার মাঠ ফাকা আজ
        গেম ঘরে বসে।

        হাতে লেখার ইচ্ছে নয়
        প্রযুক্তির যুগে
        খাতা কলম ভুলে গেলো
        ল্যাপটপে লিখে।

        গেছে দিন,ভালো ছিলো
        ভাবিনি কখন,
        আসিতেছে নতুন প্রযুক্তি
        কাজ নয় মানুষের,
        রোবটের প্রয়োজন।
               -------///-----
        মোঃ রোকন আহমেদ 
        ৮ ডিসেম্বর ২০২১ সাল।