.       তোমার কথায় অপমান
        আমি নীরবে অনুভব করি,
        এখানে কোনো প্রতিবাদ নয় !

        এই অপমান টুকু তোমার কাছে
        তুচ্ছ হতে পারে,
        আমার কাছে অনেক বড় আঘাত !

        কিন্তু মনে রেখও,
        সময় আজ তোমার
        কাল হয় তো আমার
        আসতে পারে !

        সেদিন দেখবে,কথার বদলা নয়
        আমার কথার মাধুর্যয়,
        তোমার মনের অহংকার
        অনেক অনেক লজ্জিত হবে।
               ------///------
        মোঃ রোকন আহমেদ।
        ২৯ জানুয়ারী ২০২১ সাল।