. সাফল্যে দ্বারপ্রান্তে যাওয়াটা
অনেক কঠিন,
অনেক পরিশ্রম দিতে হয়,
অনেক ধৈর্য্য রাখতে হয় !
একজন শিক্ষিত মেধাবী
মানুষ পারে,
সাফল্যর দ্বারপ্রান্তে
পৌছে যেতে !
তখন একটি দেশ ও সমাজ
প্রসংশিত হয় !
ব্যর্থতা মানুষের অনেক
ব্যধিত জীবন,
অদক্ষ লোকের দ্বারা
পরিচালিত হয় !
এখানে সু-শিক্ষার অভাব
একে অন্যের প্রতি,
হিংসা বিদ্বেষ ছড়ায় !
তাদের মধ্যে বিশ্বাসহীনতা
বিরাজ করে,
তখন একটি দেশ ও সমাজ
ক্ষতিগ্রস্ত হয় !