. জীবন তার দরিদ্রতায়
পেটে ক্ষুধার জ্বালা,
বেঁচে থাকার চেষ্টা করে
পথ শিশুটি সর্বহারা।
দিনের বেলায় থালা হাতে
রাস্তায় রাস্তায় ঘোরে,
কেহ দেয়,দুই,এক টাকা
আবার কেহ,ধমক মারে।
শেষ বেলাতে ক্লান্ত শরীর
ঘুমের জায়গা খুঁজে,
চটের বস্তা ঘাড়ে তুলে
ইস্টশনে প্লাটফর্মে আসে।
ঘুমটি মারে চটের বস্তায়,
মুখটি ঢাকে তার,
মশার কামড়ে অতিষ্ঠ সে
রুগ্ন শরীর তার।
ভোর প্রভাতে উঠলো জেগে
ইস্টেশন হলো ব্যাস্ত,
যাত্রি ভীরে প্লাটফর্ম ছাড়ে
ঘুম হলো তার অসমাপ্ত।
হিমেল হাওয়ায়,কুয়াশা চাঁদর
পড়ছে তার গায়,
কাগজ পুড়ে আগুন পোহাতে
রাস্তার পাশে দাড়ায়।
এই তো তার জীবন চলে
কতো দুঃখে কষ্টে,
মানুষের মধ্যে বাচতে চায়
স্বপ্ন আছে তার মনে।
----------///-----
---লণ্ডন থেকে।
১৫ জুন ১৯ ইংরেজী।