. ভিক্ষুকের চাইতে অধিক
দরিদ্রতায় ভোগে কৃপণ।
কারণ,
কৃপণ যদিও অধিক -
ধন-সম্পদের মালিক,
কিন্তু,নিজে এই সম্পদ-
ভোগ করেনা।
এই ধন-সম্পদ তার
ভোগ করার কোনো
মানসিকতা নেই।
আরেক দিকে একজন
দারিদ্র ভিক্ষুক,
সারাদিন ভিক্ষা করে
তার ক্ষুধা নির্বাণ করে।
কিন্ত, সেও চায় কিছু
ভালো খাবার খেতে,
যদিও তার দরিদ্রতা জীবন
কিন্ত,তার মন মানসিকতা,
এই কৃপণের চাইতে
অনেক অনেক উপরে।
-------///-----
মোঃ রোকন আহমেদ।
২৩ অক্টোবর ২০২১ সাল।