. আষাঢ়ে মনসুনে মাঠ ভেসে যায় মহা প্লাবনে,
সারাটা গাঁ করিতেছে নিরবতা
অবিরত বৃষ্টি পড়িতেছে বাদল দিনে !
গরু গুলি বাঁধা আছে গোয়াল ঘরে
অনাহারে দিন যায় তাদের,
কোন এক মাঠের টানে !
আষাঢ়ের বিদায়ের বেলায় ফিরে এলো শ্রাবণ
চারি দিকে পানি আর পানি,
দখিনা হাওয়ায় মাঝিকে,করে নিমন্ত্রণ !
ভাটিয়ালি মাঝি এলো আজ
নব বধুর ঘাঠে,
পাংশিতে চলে এলো নব বধু
যাবে আজ উঝান দেশে !
নৌকা বাইছ হবে আজ,
ভরা নদীর বুকে,
বইঠা হাতে মারে টান,গায় শাড়ি গান,
কত মাঝি মিলে !
নদীতে জাল ফেলেছে শত শত জেলে
যত মাছ ধরে নিয়ে যায় দেখো
এই শ্রাবণের উৎসবে !
----///----
মোঃ রোকন আহমেদ।
২০/০৬/২০১৭ ইংরেজি।