. এক দিন নয়,এক মাস নয়,
  বাষট্রি বছর পর,
  আপন ভুবন,দেখার ইচ্ছে জেগেছে
  স্মৃতির খাতার ভিতর।

  শৈশব মোর,কৈশোর মোর
  কেটেছে খেলার মাঠে,
  জীবন গড়ার প্রথম স্তর
  গিয়েছিলাম পাঠশালাতে।

  খেলার সাথী প্রতিবেশী
  একে অন্যের আপন,
  সুখে-দুখে করেছি গো বাস,
  ছিল সুন্দর জীবন।

  কাঁচা পথ,পাকা যখন,
  কোথায় গরু গাড়ি ?
  আজ দেখি,আধুনিক যানবাহন
  হারিয়ে গেছে পালকি।

  দেখেছি বর্ষার ভরা যৌবনে -
  চারিদিকে পানি,
  আষাঢ়ে ফোটে ছিল কদম ফুল,
  ভেলায় ভেসে ছিলাম আমি।

  ছিলনা গো সেই দিনে
  কাহারো ঘরে বিদ্যুৎ,
  হারিকেনে আলোয় দেখে
  রাত গেছে নিচ্চুপ ।

  অনেক দিন আগে,শরৎ রাতে
  জেগে উঠে ছিল চাঁদ;
  ভাঙ্গা ভাঙ্গা মেঘের ভেলায়
  দেখেছি গো জোছনার রাত।

  চাওয়া-পাওয়ার আশা খানি,
  কেন উঠে মোর মনে ?
  আর নয়,সেই দিন
  গেছে দিন চলে।

  কোথায় গেল সেই দিন ?
  আর তো হয়না দেখা,
  বাষট্টির বছর পর
  খুঁজে দেখি স্মৃতির খাতা।
           ---///---
  মোঃ রোকন আহমেদ।
  ১০ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ।