.       আমার এই কান্না
        নির্জনে হাসির আড়ালে
        হৃদয় ক্ষত বিক্ষত করেছে 
        এক বিবিধ স্বপ্নে।

        আমার এই কান্না
        আকাশে বাতাসে
        প্রকৃতির চাদরে
        অঝোরে অশ্রু ঝরে পড়ে,
        তারই মায়ার বাঁধনে।

        আমার এই কান্না
        ভাসমান মেঘের উর্ধে
        খোদার আরশে ভেসে বেড়ায়,
        নিবিড় প্রেমে এক রজনীতে
        আমার প্রভুর সান্নিধ্যে।

        আমার এই কান্না
        উঁচু পাহাড় দেখে
        তাকে ঘিরে রাখে,
        এক কালো মেঘের ধুসর ছায়ায়
        পাথর ভিজা ঝর্ণা স্রোতে।

        আমার এই কান্না
        তুষার ঝরে গলে যাওয়া
        টপ,টপ শীতল পানির ধারা,
        কাশ্মীরে শিশুর চোখে বেয়ে
        গড়িয়ে পড়া অশ্রু সর্বহারা।

        আমার এই কান্না
        প্রিয় মাতৃভূমির মানচিত্রে
        কাঁটাতারে ফেলানীর  ঝুলন্ত লাশ,
        নিদ্রাহীন অপলক দুচোখ আমার
        ব্যর্থ মানবতার অভিলাস।
        অঝোরে অশ্রু ঝরে পড়ে।

        আমার এই কান্না
        আমাবস্যা রাতে গভীর অন্ধকারে
        কেঁদে ব্যাকুল অজানা আশস্কায়,
        আঁধার কেটে আবার সূর্য উঠবে
        আমি আজও রয়েছি এই আলোর অপেক্ষায়।
               -------///------
        মোঃ রোকন আহমেদ।
        ১৬ মার্চ ২০২১ সাল।