.       যারা সত্যবাদী আদিকাল থেকে
        কখনো হয়নি তারা ভীতু,
        যত টুকু সত্য বলে গেছে
        করেনি গো ভয়,তার মৃত্যু।

        মিথ্যা বাদী গল্পের কৌশলে
        বিকৃত করে সমাজে ছবি,
        সত্যকে চাপা দিতে চায়
        বাঁধা হয় মানবতার কবি।

        মিথ্যাবাদী সে তো সমাজের
        এক ভয়ংকর বিপর্যয়,
        আত্মসম্মান বিসর্জন দিয়েও
        সত্যকে করে পরাজয়।

        মিথ্যাবাদী বেচেঁ আছে
        মনে কত শষ্কা নিয়ে,
        সত্য একদিন উদয় হবেই
        মানবতা উঁকি দিয়ে।

        সত্যবাদী ইহকাল-আদিকাল
        থাকবে সদা হয়ে অমর,
        মিথ্যাবাদী ছিল আদিকাল-
        ইহকাল নাই কোনো কাল
        শয়তান তার চির দোসর।
               ------///------

        মোঃ রোকন আহমেদ।
        লণ্ডন থেকে।
        তাঃ ১৩ আগস্ট ২০২০ ইংরেজি।