. এ পৃথিবী একটি
বিশাল বড় গ্রহ !
এখানে অতি ক্ষুদ্র
প্রাণী মানুষ,
তার পৃষ্টে বসবাস করে !
আবার এ পৃথিবী
মানুষের মনে মধ্যে,
অতি ক্ষুদ্র একটি কংকিট !
সে মানুষের কাছে
অসহায় বোধ করে !
মানুষের মন অনেক গভীরে
সন্ধান করে !