. সময় খুঁজে বার বারে
কবে যে যায় উড়ে,
এই দেহ ছিদ্র করে !
সময় খুঁজে বার বারে
কত আদরে রাখিয়াছি,
তারে বন্দি জীবনে !
আঁধারে কাঁদে মন,
এই ক্ষণিকের ঘরে !
যতই দেওনা সুখ
করে নিবে ভুগ,
তার জীবনের তরে !
এমনও নিষ্টুর মন
চলে যাবে,
এই মায়ার বাঁধন ছিড়ে !
সে সময় খুঁজে বারে বারে !!!