. যদি আমায় প্রকৃত
বন্ধু ভাবো,
আমার ত্রুটি টুকু
ধরিয়ে দাও !
লোক-সমাজের সমালোচনা
থেকে টেনে উঠাও,
আমি বিনয়ের সাথে
শুধুরে নিব !
আর যদি নিরবতা পালন কর
গভীরে পেলে দিবে,
সংশোধন আসে না !
তখন ভেবে নেব আমাকে
সমালোচনায় ঠেলে দিচ্ছ,
তুমি প্রকৃত বন্ধু ভাবনা !