জীবন মানে এটাই নয়,
সমাজে তুমি নিরবতা
পালন করতে হয় !
জীবন মানে এটাই হয়,
কর্ম ও মেধা দিয়ে -
সমাজকে কিছু দিতে হয়!
শিক্ষা মানে এই নয়,
কলম পকেটে রেখে
কাগজ ভাঁজ করে দিতে হয় !
শিক্ষা মানে এটাই হয়,
নির-অক্ষর মানুষ গুলিকে
অক্ষর জ্ঞান দিতে হয় !
নেতা মানে এই নয়
দল ভেদে সমাজে ভয়-
সৃষ্টি করতে হয়!
নেতা মানে এটাই হয়,
যেখানে উছ্রিঙ্খল
শেখানে শান্তি ফিরে-
আনতে হয় !
জীবন মানে এটাই হয়,
সমাজকে কিছু দিতে হয় !!!