. যত দুঃখ তত ভয়
তবুও মনে শয় !
জানি সেটা লেগে আছে
এই জীবনে !
আর যত সুখ করে যাবে ভোগ
হতে পারে আর্থিক সচ্ছলতা,
পাবে মানসিক শান্তি
অনেক বিলাসিতার জীবন !
কিন্তু কখন যে সুখ চলে যায়
এই সুন্দর জীবনে
কাঁটা ফেলে।
তখন দেখবে ধেয়ে আসচ্ছে
একটি জীবন যুদ্ধ,
ভেঙ্গে যাবে অনেক স্বপ্ন
চলে আসে ভয়ংকর দিন !
সেখানে মানুষ বেঁচে থাকা
বড় কঠিন,
তখন চলে আসবে
সুখের বদলে দুঃখের দিন !