. মানুষ দুইটি সীমান্ত পথ পাড়ি দেয়,
জন্মতে মায়ের কুলে ভুমিষ্ট হয় !
অন্ধকার থেকে বেরিয়ে আসে
পৃথিবীর অপরূপ সুন্দর,
ভোগ করে নেয় !
ধীরে ধীরে কর্ম জীবনে
মানুষ ঢুকে পরে !
দুঃখে কষ্টে অনেক সময়,
অতিক্রম করে !
মনকে বেঁধে রাখে
স্হায়ী জীবনে,
সেটা হয়না মানুষের জীবনে !
আসলে সেটা স্হায়ী নয়
বড় ভুল স্বপ্ন দেখে,
তার ঘড়ির কাটা দ্রুত
চলে আসে সীমান্তে পারে !
কেহ সীমান্ত পাড়ি দিয়ে
স্বসানে জ্বলে হয় ছাই,
আবার কেহ সীমান্ত পাড়ি দিয়ে
চলে যায় অন্ধকার কবরে !
মানুষ জীবনের শেষ প্রান্তে,
সীমান্তের অপেক্ষায়।