.       সুখের আশায় গেলাম হাঠে
        টাকা করি লইয়া,
        বিলাসিতায় মুগ্ধ হলাম ;
        দিন যে গেলো গুইয়া।

        আঁধার হলো ফিরলাম ঘরে
        কি সুখ হাতে নিয়ে,
        সেই হাঠে দুঃখ ছিলো-
        দেখলাম হৃদয় চক্ষু দিয়ে !

        সুখের আসায় গেলাম হাঠে
        টাকা করি লইয়,
        বিলাসিতায় মুগ্ধ হলাম
        দিন যে গেলো গুইয়া।

        এই ভবেতে জমিদারী
        থাকবে কতো দিন,
        সময় গেলো পরে রইল
        সুখ করলে কয় দিন ?

        সুখের আসায় গেলাম হাঠে
        টাকা করি লইয়া,
        বিলাসিতায় মুগ্ধ হলাম
        দিন যে গেলো গুইয়া !

        এ জীবন তো মায়ার বাঁধন
        দেখলাম জনম ভর,
        ভাই বন্ধু সবাই সবার
        আমি হলাম পর !

        সুখের আশায় গেলাম হাঠে
        টাকা করি লইয়া,
        বিলাসিতায় মুগ্ধ হলাম
        দিন যে গেলো গুইয়া।