.     ডায়াসে একটি বক্তব্য শুনে
      আবেগ ও অনুভূতি হয়ে,
      তোমার চোখের অশ্রু
      অঝোরে ঝরে ফেলো।
      এটা তো আবেগ হয় !

      আবার আরেক জন  ক্ষুধার্ত হয়ে
      তোমার বিবেকের কাছে হাত বারায়,
      তুমি বিরক্ত বোধ কর,
      তখন তোমার বিবেক
      স্তব্ধ হয়ে যায় !

      মানুষের আবেগ বোকার মত
      সে কিছুই করতে পারেনা,
      শুধু শুনে,আর চোখে অশ্রু ফেলে।

      কিন্তু মানুয়ের বিবেক হতে পারে
      আদালতের মত,
      সে অনেক কিছু করতে পারে
      যদি তার মানুষ্যত্ব থাকে।
            ———-///———

           মোঃ রোকন আহমেদ।
           মাইল এন্ড ( লণ্ডন থেকে )
           তাঃ ১১/০৮/১৮ইংরেজী।