.     তোমাকে যদি কেউ গালি দেয়
      তুমি ধৈর্য্য ধরে রেখো,
      তাকে প্রতিশোধ নিবেনা !
      কারণ;মুর্খ লোকের স্বভাব
      গাল মন্দ গল্প করা !

      তার কোনো একটি ভালো কাজের
      প্রশংসা করে যাও,
      সে তখন বুঝতে পারবে
      তুমি তার শত্রু নও !

      প্রতিহিংসা মানব সমাজে
      মোটেই কাম্য নয়,
      হিংসা মানুষের সৎ কর্ম
      বিঘ্নিত করে !

      কারন;তার উদ্দেশ্য মহত নয়
      হিংসা শয়তানে মনের অহংকার,
      হিংসা মানুষকে পথভ্রষ্ট করে !
                  —————-///———
      তাং ১১/১০/২০১৮ইংরেজী।
      মাইল এন্ড( লণ্ডন থেকে )