অস্হিরতা মানুষকে তিলে তিলে নিশেষ করে ফেলে।
অস্হিরতা মানসিক ব্যধি বা ডেমনশিয়া রোগ বলতে পারেন।
এই অস্হিরতা মানুষের জীবনকে কঠিন করে তুলে।
মানুষ জন্মলগ্ন থেকে অনেক আশা আকাঙ্খায় নিয়ে,
সুখে শান্তিতে বা আনন্দে বসবাস করতে চায়।
আর এই আনন্দে সময় পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করতে হয়। তখন স্ত্রী, পুত্র কন্যা সন্তান নিয়ে,
সয়ংস্পূর্ণ হয়ে আত্মমর্যাদা সহিত জীবকে সুন্দর ভাবে
সাজিয়ে স্হির করতে চায়।আবার,কোনো কোনো
মানুষের জীবন,অনেক কঠিন হয়ে উঠে।তখনই তার মাঝে অস্হিরতা বিরাজ করে।আর এই অস্হিরতার কয়েকটি কারণ হতে পারে।যেমন
সংসারে সুখ নেই, বেকারত্ব সময়,
কাজকর্ম নেই,অভাব অনটনে দিন চলে,
কখনো সন্তানরা পড়াশোনা ছেড়ে নেশাগ্রস্থ হয়ে পড়ে,কখনো লোকমুখে শোনা যায় অমুকের ছেলে নেশাগ্রস্থ হয়ে চুরি ডাকাতি করতেছে।ঐ সন্তানরা তার মা বাবার অবাধ্য হয়ে গেছে।
তখন,ঐ মা বাবার আত্মমর্যাদা
সমাজে অনেক ক্ষুর্ণ হয়,তখন সংসারে অশান্তি আবির্ভাব হয়।
এই অশান্তির কারণেই পরিবারের কারো না কারো জীবনে অস্হিরতা বিরাজ করে,
তখন ওরা সমাজ থেকে ছিটকে পড়ে।
------///-----
মোঃ রোকন আহমেদ ।
১১ ই পৌষ ১৪৩০ বঙ্গাব্দ