. পুরাতন স্মৃতিময় দিনগুলো মোর
  শুধু আক্ষেপ মনে,
  কোথায় যেন হারিয়েছি আজ
  বার বার পড়ে মনে।

  পুরাতন স্মৃতিটুকু অটুট আছে
  মোর দু চোখে পাতায়,
  মাঝে মাঝে উকি দিয়ে
  জানান দেয়,ভুলিস না রে আমায়।

  আরো কত কিছু দেখা হবে মোর
  এ ধরণীর বুকে,
  আমি শুধু  খেলে যাবো
  স্মৃতি হয়ে রবে।

  তবুও নবান্নের উৎসব দেখে
  কেন মন ফিরে যেতে চায় ?
  ওরে,গেছে দিন ছিলো ভালো
  হারিয়েছে অবহেলায়।
          ---///---
  মোঃ রোকন আহমেদ।
  ২২শে ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ।