.           যদি পায় রাজাকার
            নেই তার নিস্তার।

            ধরে তারে মারে ভাই
            নেয় তারে ফাঁসীতে !

            আজ নব রাজাকার
            বাংলার মাটিতে।

            ধরে শুধু পাবলিক,
            ঠান মারে দাড়িতে।

            ভয় পায় বুড়ো চাচা,
            দেখে তার ক্ষমতা।

            মরে বেটা পাবলিক
            আজ নেই স্বাধীনতা !