.       মানুষের দোয়ার মানুষ খুঁলবে
        মানুষ হবে তার হৃদয়;
        মানুষে ধর্ম,মানুষকে বাঁচাবে
        মানুষ কেন হিংস্র হয় ?

        জাতি,বিদ্বেষে ক্রাইস্টচার্চে
        বর্ণবাদের উত্থান;
        মানুষের বুকে গুলি ছুঁড়ে
        মানবতার হয় অপমান।

        ধর্ম,বর্ণ মানুষের জন্যে
        মানুষ,স্রষ্টা সৃষ্টি;
        গির্জা,মন্দির,মসজিদে
        মানুষ যাবে,মানুষে করে
        স্রষ্টাকে ভক্তি।

        সাদা,কালো মানুষ ওঁরা
        কেন এতো বর্ণবাদ ?
        চোখের ত্রুটিতে চাঁমড়া খুঁজে
        রক্ত সবাইর লাল।

        হিন্দু,খৃষ্টান,শিক,বৌদ্ধ
        মুসলিম তোদের ভাই,
        এক স্রষ্টার;সৃষ্টি মানুষ
        জাতের ভেদাভেদ নাই।
        -----------///-----
        মাইল এন্ড ( লণ্ডন থেকে)
        ২১ মার্চ ২০১৯ ইংরেজী।