. যোগ্যতা এমন মানুষের হয়
যার,শিক্ষায়,সততার সাথে
কাজে প্রতি আনুগত্য হয়।
আন্তরিকতা নিষ্ঠাবান,সমাজের
গরিব ধনীর ভালোবাসায় সিক্ত হয়ে,
মানুষের আস্তায় তার
যোগ্যতা অর্জন করে।
সম্মান এমন কোনো বস্ত্র নয়
যেটা জোর প্রয়োগ করে,
মানুষ থেকে আদায় করতে হয়।
সম্মান;এমন এক ভালবাসা
মানুষের হৃদয়ে স্হান করতে হয়।
জ্ঞান সবার তো সমান নয়
কারো জ্ঞানে সমাজ উপকৃত হয়,
আবার কারো জ্ঞানে সমাজ ধংস হয়।
বংশের পরিচয় ; চামড়ায় বা রক্তে নয়
বংশের পরিচয় ;মানুষ্যত্ব
মানুষের সাথে চলার ব্যবহারে
তার বংশের পরিচয় বাহির হয়।
নেতা ;এমন কোনো অহংকার বোধ নয়
যেটা মনুষের করা মুটেই কাম্য নয়।
নেতা ;এমন মানুষ হতে হয়
যে মানুষের সুখে দুঃখে
প্রহরীর মত পাশে থাকতে হয়।
----------///---------
মোঃ রোকন আহমেদ।
লণ্ডন থেকে।
২৯ আগস্ট ২০২০ ইংরেজী।