আধারে জ্বলে বাতি
দেখি সীমিতো আলো !
হৃদয় তো অন্ধকার
কে দিবে আলো;
দেখি; তুমি বলো ?
প্রেম যদি ভাসি হয়
দেখো ঘৃণা চোখে !
যৌবন তো ভাটি হলো-
কেনো যাবে চলে।
অকারনে যদি হারিয়ে -
যায় মোর ভালোবাসা !
ক্ষমা করে দাও মোরে
না করিও নিরাশা !