.       নামাজ পড়িবে তুমি 
        কেন করো টালবাহানা ?
        এ দুনিয়ার পাগল হলে
        সব কিছু মিছে ভাবনা !  

        আজানে ডাক শুনে
        চলে এসো মাসজিদে,
        নামাজ পড়ে বাহির হও
        কাজের সন্ধ্যানে !

        কাজ আছে,কাজ পাবে
        এ জগৎ জুঁড়ে,
        নামাজ তুমি আগে পড়
        ওয়াক্ত যাবে চলে !

        নামাজ বিহীন দেহ তোমার
        নিয়ে যেওনা গো কবরে,
        কি নিয়ে দারাবে তুমি
        প্রভুর সন্নিকটে  ?

        নামাজ পড়িবে তুমি 
        কেন করো টালবাহানা ?
        এ দুনিয়ার পাগল হলে
        সব কিছু মিছে ভাবনা !  

        সম্পর্ক যদি হয়,মসজিদে সাথে
        নামাজ পড়ে ঈমান সাজাও,
        প্রভু দিবেন তোমায় জান্নাতে !

        নামাজ পড়িবে তুমি
        কেন করো টালবাহানা ? 
        এ দুনিয়ার পাগল হলে
        সব কিছু মিছে ভাবনা ! 
        ----------///---------
        মোঃ রোকন আহমেদ।
        লণ্ডন থেকে।
        ১১ নভেম্বর ২০২০ ইংরেজি।