.       আল্লাহু আল্লাহু ইয়া--আল্লাহ
        আমার নিশ্বাসে বিশ্বাস,
        তুমি যে এক আল্লাহ।
        আল্লাহু আল্লাহু ইয়া--আল্লাহ (২)

        রাহিম রাহিম ইয়া--রাহিম
        জীবন ভরে পাপ করেছি,    
        আমায় ক্ষমা করো
        তুমি যে পরম দয়ালু ইয়া---রাহিম।
        রাহিম রাহিম ইয়া---রাহিম।

        আল্লাহু আল্লাহু ইয়া--আল্লাহ
        আমার নিশ্বাসে বিশ্বাস,
        তুমি যে এক আল্লাহ।
        আল্লাহু আল্লাহু ইয়া-আল্লাহ।

        রহমান রহমান ইয়া--রহমান
        আমি জাহান্নামের ভয়ে কাঁদি,
        আমায় দয়া করো
        তুমি যে পরম দয়াময়,ইয়া-রহমান।
        রহমান রহমান ইয়া--রহমান।

        আল্লাহু আল্লাহু ইয়া--আল্লাহ (২)
        আমার নিশ্বাসে বিশ্বাস,
        তুমি যে এক আল্লাহ।
        আল্লাহু আল্লাহু ইয়া---আল্লাহু।

        মুমিন মুমিন ইয়া--মুমিন
        শয়তানে থেকে পানা চাই,
        তোমার আশ্রয় প্রর্থনা করি ইয়া--মুমিন।
        মুমিন মুমিন ইয়া--মুমিন

        আল্লাহু আল্লহু ইয়া--আল্লাহ
        আমার নিঃশ্বাসে বিশ্বাস,
        তুমি যে এক আল্লাহ।
        আল্লাহু আল্লাহু ইয়া আল্লাহ।

        সালাম সালাম ইয়া--সালাম
        আমায় পেরেশানি থেকে মুক্তি দাও,
        তুমি যে শান্তি দাতা ইয়া---সালাম।
        সালাম সালাম ইয়া---সালাম

        আল্লাহু আল্লহু ইয়া--আল্লাহ
        আমার নিঃশ্বাসে বিশ্বাস,
        তুমি যে এক আল্লাহ।
        আল্লাহু আল্লাহু ইয়া আল্লাহ।

        মুজিবু মুজিবু ইয়া--মুজিবু
        আমি গোনাহগার নতশিরে ডাকি,
        তুমি যে প্রার্থনা গ্রহণকারী ইয়া--মুজিবু।
        মুজিবু মুজিবু ইয়া---মুজিবু।

        আল্লাহু আল্লহু ইয়া--আল্লাহ
        আমার নিঃশ্বাসে বিশ্বাস,
        তুমি যে এক আল্লাহ।
        আল্লাহু আল্লাহু ইয়া--+আল্লাহ।

        রাজ্জাক রাজ্জাক ইয়া--রাজ্জাক
        তুমি রিজিক দিলে,
        আমার ক্ষুধা মিঠে
        তুমি যে রিজিক দাতা ইয়া--রাজ্জাক
        রাজ্জাক রাজ্জাক ইয়া--রাজ্জা।  

        আল্লাহু আল্লহু ইয়া--আল্লাহ
        আমার নিঃশ্বাসে বিশ্বাস,
        তুমি যে এক আল্লাহ।
        আল্লাহু আল্লাহু ইয়া--আল্লাহ।

        মুমিত মুমিত ইয়া- মুমিত
        আমায় মৃত্যুতে কালিমা নছিব করো,
        তুমি যে মউত দান কারী ইয়া--মুমিত।
        মুমিত মুমিত ইয়া--মুমিত।

        আল্লাহু আল্লাহু ইয়া--আল্লাহ
        আমার নিশ্বাসে বিশ্বাস,
        তুমি যে এক আল্লাহ।
        আল্লাহু আল্লাহু ইয়া--আল্লাহ (২)

        গাফফার গাফফার ইয়া--গাফফার
        আমার অঙ্গে প্রতঙ্গে পাপের পাহাড়,
        জেনে শুনে করেছি অপরাধ,
        ক্ষমা করো আমায়
        তুমি যে ক্ষমাশীল ইয়া গাফ্ফার।
        গাফ্ফার গফ্ফার ইয়া--গাফ্ফার।

        আল্লাহু আল্লাহু ইয়া--আল্লাহ
        আমার নিশ্বাসে বিশ্বাস,
        তুমি যে এক আল্লাহ।
        আল্লাহু আল্লাহু ইয়া--আল্লাহ (২)
                  -----------///------
        মোঃ রোকন আহমে।  
        লণ্ডন থেকে।
        তাঃ ১২ জুন ২০১৯ ইংরেজী।