আমায় ক্ষমা করো ওহে প্রভূ,
আমি অধম  গুনাহগার !

যৌবনের তারনায় আমি
করিনি কর্ম সাধন,
এই নিষ্টুর জগতে আমায়
করিয়াছে পাপের  বাঁধন।

আমায় ক্ষমা করো ওহে  প্রভূ
আমি অধম গুনাহগার !

সত্যের বিজয় কুড়ে নেয় মহত জনে
আমি আজ পাপিষ্ট জানে সর্বজনে ।

কর্মে ফসল করি সংসারে ভাগ
স্বাদরে করে গ্রহন,নাহি করে প্রতিবাদ !

সংসারে বলি যদি পাপের ভাগ
নিয়ে যাও সমান করি,
বলে সবাই তোমার পাপ তুমি জানো
আমরা নিবো কেমন করি।

বয়সের ভারে নতোজানু হয়ে
খোদা তোমার দরবারে-
ফিরে আসি আমি বারে বার,
আমায় ক্ষমা করো ওহে প্রভু-
আমি অধম গুনাহগার !