. মানুষে মনের অনেক ইচ্ছা
প্রকাশ হয়,
কিন্তু সকল ইচ্ছা তার পক্ষে
পূর্ণ করা সম্ভব নয়।
তবুও মানুয়ের মনে অনেক
ইচ্ছা প্রকাশ হয়।
কত কথা মানুষের মনে
আভির্বাব হয়,
কিছু কথা কোনো কোনো
স্হানে বলার নয়।
তবুও মানুষের মনে অনেক
কথা আভির্বাব হয়।
মানুষের চোখে অনেক
কিছু দেখা হয়,
কিন্তুক সময় বিশেষ কিছু
দৃশ্য দেখার নয়।
তবুও মানুষের অনেক কিছু
চোখের আঁড়ালে,
লুকিয়ে রাখা হয়।
মানুষের কত সুখ-দুঃখ
জীবনে বহন করতে হয়,
কিন্তুক কিছু দুঃখ নিরবে
মেনে নিতে হয়।
এই দুঃখ কাউকে
বলার মতো নয়।
তবুও মানুষের সুখে-দুঃখে
জীবন চলতে হয়।
মানুষের জীবনে চলার পথ
অনেক দৈর্ঘ হয়,
কিন্তুক এ পথ মানুষের
ফাঁড়ি দেয়া অনেক কঠিন,
সহজ নয়।
তবুও মানুষ তার সু-পথ
খুঁজে নিতে হয়।
মানুষের মনে দীর্ঘস্হায়ী
বেঁচে থাকার ইচ্ছা হয়,
এটা কোনো মানুষের পক্ষে
সম্ভব নয়।
তবুও মানুষ মনে এ পৃথিবীতে
দীর্ঘস্হায়ী বেঁচে থাকার
ইচ্ছা হয়।
————///——
মোঃ রোকন আহমেদ
মাইল এন্ড ( লণ্ডন থেকে )
তাং ০৬/০১/২০১৯ ইংরেজী।