. অতীত হয় তো;ছিল সুখের নীড়
না হয় দুঃখে ব্যাধিত দিন,
অতীত নিয়ে কেন হবে হতাশা
খোঁজে নাও আগামী দিন !
ভবিষ্যৎ
ভবিষ্যৎ নিয়ে কেন উদ্বিগ্ন ?
নিজেকে কঠিন শ্রমে বিলিয়ে রাখুন,
সময়ের অর্জন টুকু ভবিষ্যৎতে
আপনার পাশে দাঁড়াবে !
উদ্বিগ্ন
আর কর্মহীন মানুষ,তার মাঝে
হতাশা বিরাজ করে,
তার জীবনটা অলসতায় পড়ে আছে
সে মানসিক ব্যাধিতে আক্রানত !
সে ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন !
——-রোকন আহমেদ
তাং : ০3/০৬/১৮ ইংরেজী।