. ওগো জননী মা
বহু দিন হয় প্রবাসে পড়ে আছি,
তোমার কুল ছেড়ে !
ওগো জননী মা
তোমার কমল পরশে ছোযায়
আজও বেঁচে আছি,
তোমার লালিত কত সুখ পেয়ে !
তবুও কেন আজ
কারও প্রেমে মজিয়াছি,
তোমার শত সবুজের রূপ ভূলে !
করো না গো অভিশাপ
যত দিন যাবে !
হয় তো আমি এক দিন
আসবো ফিরে,
সে দিন আমায় করিও বরণ
তোমার স্নেহের পরশে !