- হে বিবেক ; তুমি কভু নাহি
হও সবলে ভক্ত
সে তোমাকে ব্যবহার করে !
আর কখনো দুর্বলকে
অভজ্ঞা করনা,
হয়তো একদিন সে
সবল হয়ে উঠবে ;
তখন তুমি তার দিকে
ফিরে আসবে !