. সমাজের প্রতিটি স্তরে
তোমার মেধাঁ কাজে লাগাও !
অহংকার মনে রেখো না
সমাজে মিশে যাও !
মানুষকে ভালোবাস
মানুষের হৃদয়ে পৌঁছে যাও !
শিক্ষার আলো জ্বালীয়ে দাও
প্রতিটি ঘরে !
কথায় আর যুক্তি দিয়ে
বুঝিয়ে দাও,
শিক্ষাই জাতির মুক্তি
তার কোনো মৃত্যু নেই !