. আমার শূন্য খাঁচায়
বাধল বাসা,
জংলি পাখি আসিয়া !
না দেখিলাম তারে রূপ,
দুইটি নয়ন দিয়া !
এতো সুন্দর কথা বলে
সবাই মনে গাঁথা,
কি কারনে উড়ে গেলে
আমার শূন্য খাঁচা ছাড়িয়া !