. নদীর বুক জল শূন্য
বালু চরে বিলিয়ে আছে,
এই জীবনটা !
পিপাসায় কাতর
হৃদয় করে হাহাকার,
জীবন তো এ ভাবে চলেনা !
আর কত রৌদে জ্বলে পুড়ব
হয় তো বৃষ্টি দাও,
না হয় আমাকে
সাহারা মরু ভূমিতে,
নিক্ষেপ কর !
আমার চোখের জল
বালিতে লুকিয়ে রাখব,
কেউ দেখবেনা !
আর কত চলবে ?
আমার জীবনে ভৎসনা !