- চলে যাবে আপনার সময়
তবুও মানুষ আশায় বসে রয় !
সময় যদিও অল্প হয়
তবুও এই সময় টুকুর
কাজের বিনিময়ে ;
জীবনের অনেক মুল্য হয় !
সময় দ্রুত চলে যায়
কারো জীবন আলোয় উজ্জল হয়,
আবার কারো জীবন
অন্ধকারে ডুবে রয় !