. অঝোরে অশ্রু ঝড়ে
আশা নাহি ছাড়ে মন,
দিন যায় রাত যায়
সময় মিলে কখন !
অবহেলা করো না তুমি
এই সময়ের সাথে,
যত দিন যায়
তবুও আশায় রয়
মানুষ যায় বদলে !