- যৌবনকে কাজে লও
করিবে জীবন গঠন !
যদি করো অবহেলা
পিছে যাবে তখন !
কাজেতে ভরে উঠে,
সুন্দর একটা মন !
বিনা কাজে বেচে থাকা-
কেন চাও ভিখারীর জীবন !
————————///—------
তাং ০৩/০৬/১৭ইংরেজী।
সময় রাত ১২:৩০মিনিট।