আজ মাইল এন্ড shish restaurant London এর মধ্যে আমাদের মাইল এন্ড কমিনিটির শ্রদ্ধেও মুরব্বি গণ,অত্র এলাকার কমিনিটির ব্যত্তিত্ব ফ্রেন্ড বন্ধু
আমার প্রিয় কবি,দবির চাচা উপস্থিতিতে,
আমাকে সংবর্ধনা দেওয়া হলো।
তখন আমি প্রতিবেশীর সম্মান্নারতে।
এই কবিতা উপস্হাপনা করেছিলাম।
---------------------++++--------------------
        আমি ভালো সমাজ ভালো
        আমার,ভালো প্রতিবেশী,
        উদার মনে কাজ করি ভাই
        সবাই মিলি মিশি।

        প্রতিবেশী মোরা ভাই ভাই
        নেই তো মনে অহংকার,
        অহংকারে সম্মান ক্ষুন্ন
        সমাজে করবে তিরস্কার।

        মোদের চিন্তাধারা ভালো কাজে
        কাজ করি ভাই মিলে,মিশে,
        সমাজটাকে গড়তে সবাই
        আছি একে অন্যের পাশে।

       মোদের কথায় আছে মাধুর্য
       বুকে থাকে ভালোবাসা,
        মোরা যুক্তি সাথে কথা বলি
        এই তো সবার প্রত্যাশা।

        মোদের হিংসা বিদ্বেষ কিছুই নেই
        সুখে দুঃখে আছি সবাই,
        ভুল ত্রুটি ক্ষমা চেয়ে
        আজকের সভায় সালাম জানাই।
                    -----------///----------
        মোঃ রোকন আহমেদ।
        ১৩ অক্টোবর ২০২১ সাল।