. হে পড়শি !
হয় তো আর হবেনা দেখা
নিতে হবে বিদায়,
পশ্চিমে দিগন্তে দুয়ার বন্ধ
আসিতেছে আঁধার।
হে পড়শি !
দিনের প্রহর গুলি আজও
বুঝে উঠতে পারিনি আমি,
বিষাদে ডুবে আছে মোর প্রহর
তাহা কি তুমি দেখনি ?
হে পড়শি !
অভিসার প্রমোদ দেখে
আমি প্রহর গেছি ভুলে,
নিজ ত্রুটি খুঁজিতে গিয়ে
ললাটে করেছি আঘাত,
অপদস্হ হয়েছি বেলা শেষে।
হে পড়শি !
আজ গেলে কাল আসে
দেখি শুধু কালের আছে দাহন,
আজ হৃদয়টা পুড়রে হল ছাই
যা ছিল সব গেছে হেরে,
এটা কি মোর জীবন ?
———///——-
মোঃ- রোকন আহমেদ।
তাং ২০/০৭/১৮ইংরেজী।
মাইল এন্ড [ লণ্ডন থেকে ]