-
আমার স্নেহের প্রিয় পুত্র,আশা রাখি ভালো আছো
অনেক দিন হয়,তোমাকে দেখিনি,
তোমার কোনো পত্র পাইনি,
তুমি বহু দূর চলে গেলে আমাকে ছেড়ে।
আমি তোমাকে এক মুহুর্তে জন্যে ভুলতে পারিনি,
তোমার ছবি সবসময় আমার চোখে ভেসে উঠে।
তুমি সুখী হও,সাড়া জীবন সুখে থেকো
আমার এই প্রত্যাশা,আমার এই আকাঙ্খা রইল।
তোমার শরীরে প্রতি যত্নশীল হও,
টিক মত খানাপিনা করে যেও,
এটা আমার অনুরোধ তোমার প্রতি।
তুমি ছাড়া আমি বেঁচে থকি কি করে?
আমার স্হেহের পুত্র,তোমাকে দশ মাস
আমার গর্ভে ধারণ করছি,
অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেছি,
শুধু একটি নতুন কুড়ীর হাসির জন্যে।
তুই সে দিন সারা রাত কেদে ছিলে,
আমি ঘুমায়নি,তোমার বাবা ঘুমে ছিল।
আমি তোমাকে কোলে নিয়ে হেটেছি
হঠাৎ এক দিন তোমার বাবা পৃথিবী ছেড়ে
চলে গেলেন,সংসার চালানোর জন্যে
আর কেহ নেই, শুধু তুই আর আমি।
তুমি সে দিন ছিলে অবুজ শিশু,
আমি বাসায় বাসায় কাজ করে
তোমার ক্ষুধা নিবারণ করেছি,
তোমাকে লেখা পড়া করিয়েছি,
তুমি উচ্চ শিক্ষিত হলে,
তুমি প্রবাসে চলে গেলে।
প্রবাসে ভালো সুন্দর জীবন যাপন করতেছো,
একটাই আমার আশা,এটাই আমার প্রত্যাশা।
আমি এখন অনেক বৃদ্ধ হয়েছি,
অনেক কিছু মনে রাখতে পারিনি,
রাস্তার দ্ধারে চেয়ে থাকি,
কবে যেন ফিরে আসবে আমার পুত্র।
আমি বার বৎসর যাবত তোমার অপেক্ষা ছিলাম,
তুমি কবে ফিরে আসবে।
হটাৎ একদিন দেখি পৌষ্টমেন
ডেলিভারী বক্স দিয়ে গেল,
বক্স খুলে দেখি একটি মা দিবসের চিঠি
আর সাথে কিছু গিফট চকলেট,
বৎসরে এক বারএটাই কি?
মায়ের প্রতি ভালোবাস।
আমিত প্রতিদিন  শিশু দিবস করে গেছি।
আমি কখনো দুঃখ পাবনা,
তুমি সুখে থেকো পুত্র আমার
আর আমার যদি মৃত্যু হয়,
আমার কবরে পাশে দড়িয়ে সময় ফেলে
ইয়াছিন সুরা পড়ে যেও
বিদায় নিলাম।
ইতি  তোমার মা !
----------২৬/০৩/১৭ইং