.       জন্ম মা গো এই মাটিতে
        ধন্য হলাম আমি,
        তোমার স্নেহে মুগ্ধ হয়ে
        আমার আল্লাহকে খুঁজি।
        আমার প্রিয় জন্মভূমি।

        তার আকাশে সূর্য উদয়ে
        আমি জেগে ওঠি,
        তার সূর্যের রোদ্র গায়ে
        সচল হলাম আমি।

        আমার আল্লাহকে খুঁজি
        আমার প্রিয় জন্মভূমি।

        তার আকাশে মেঘ উঠেছে
        বৃষ্টি পড়তে দেখি,
        ফসল ভরে মাঠে মাঠে 
        কৃষকে মুখে হাসি।

        আমার আল্লাহকে খুঁজি
        আমার প্রিয় জন্মভূমি।

        জন্ম মা গো এই মাটিতে
        ধন্য হলাম আমি,
        তোমার স্নেহে মুগ্ধ হয়ে
        আমার আল্লাহকে খুঁজি।
        আমার প্রিয় জন্মভূমি।

        তার বৃক্ষ সবুজ পাতায়
        শীতল ছায়ায় আশ্রয় খুঁজি,
        শিমুল ফুলে দৃষ্টি জুড়ায়
        মুগ্ধ হলাম আমি। 

        আমার আল্লাহকে খুঁজি
        আমার প্রিয় জন্মভূমি।

        আষাঢ় শ্রাবণ নদীর যৌবন
        সুরমা নদীর পানি,
        নদীর স্রোতে নৌকা বাইচ
        বৈঠা হাতে মাঝি।

        আমার আল্লাহকে খুঁজি
        আমার প্রিয় জন্মভূমি।

        গাঁয়ে পথে ধূলি-বালি
        কত স্নেহে মাখা,
        ফাগুন,চৈত্রে ফুলে সুবাস
        শুধুই বসন্ত হাওয়া।

        আমার আল্লাহকে খুঁজি
        আমার প্রিয় জন্মভূমি।

        জন্ম মা গো এই মাটিতে
        ধন্য হলাম আমি,
        তোমার স্নেহে মুগ্ধ হয়ে
        আমার আল্লাহকে খুঁজি।
        আমার প্রিয় জন্মভূমি।
              -----///-----

        মোঃ রোকন আহমেদ।
        ১ মার্চ ২০২১ সাল।