.       মুসলিম আমার মন
        ইসলাম আমার পণ,
        যুগে যুগে মানুষ দেখে
        ইসলাম করে বরণ।

        মুসলিম আমার মন
        ইসলাম আমার পণ।

        আল্লাহ আমার মালিক
        রাসুল আমার প্রীতি,
        এই তো মানুষ খুজে পেয়েছে
        ইসলামের খ্যাতি।

        আল্লাহ আমার মালিক
        রাসুল আমার প্রীতি।

        কুরআন আমার সাংবিধান
        হাদিস আমার বিধান,
        যুগে যুগে পথ ভ্রষ্ট মানুষ
        খুঁজে পেয়েছে সত্যের সন্ধান।

        কুরআন আমার সংবিধান
        হাদিস আমার বিধান।

        নামাজ আমার প্রার্থনা
        সিয়াম আমার জীবন সংস্কার
        পাপিষ্ঠ পথ ছেড়ে মানুষ
        জীবন করে সংস্কার।

        নামাজ আমার প্রার্থনা
        সিয়াম আমার জীবন সংস্কার।

        মুসলিম আমার মন
        ইসলাম আমার পণ।

        যুগে যুগে মানুষ দেখে
        ইসলাম করে বরণ।
        °°°°°°°°°°°///°°°°°

        মোঃ রোকন আহমেদ
        মাইল এন্ড (লণ্ডন থেেকে)
        ০৫ মে ২০১৯ ইংরেজী।