. আমি মেঘের চোখে জল দেখেছি
আকাশে ভেসে কেঁদে,
দুঃখ তার জমাট হলে
বৃষ্টি ঝড়ে পরে !
আমি সূর্যের চোখে রোদ দেখেছি
সাহারা মরুর বুকে,
বালুর ঝরে নির্জন পথটি
হারিয়ে মানুষ আজও তাকে খুঁজে !
আমি পাহাড়ের ক্রন্দন শুনি
মেঘের প্রাণে চায়,
দুঃখ তার জমাট জল
ঝর্ণায় ভেসে যায় !
আমি সাগর দেখে মুগ্ধ হলাম
ভাবছি;চরে কত সুখ,
একটু ঝড়ে বদলে গেল
ভয়ংকর তার রূপ !
আমি মানুষ দেখে আপন ভাবি
তাকে মনের কথা বলি,
দুঃখের বেলায় পাশে নেই
মানুষ বড় স্বার্থ নিশি !
°°°°°°°///°°°°
মোঃ রোকন আহমেদ।
মাইল এন্ড ( লণ্ডন থেকে)
১৭ এপ্রিল ২০১৯ ইংরেজী