. কি আশ্চার্য এক পৃথিবী !
হয় তো কোনো একটি
ভালো কর্মে হবে বিখ্যাত,
না হয়,তোমার কোন একটি
অপকর্মে পৃথিবীতে হবে
তুমি লাঞ্ছিত !
তখন তোমার জীবন অনর্থক
এ পৃথিবী তোমার জন্য শূন্য !
সম্মান দুই ধরনে হতে পারে !
মেধাবী মানুষের ভালো আচরণে
তার প্রতিবেশী তাকে স্মরণ করে,
তখন তার সম্মান মৃত্যুর পরেও
অটল থাকে!
আবার কিছু কিছু মানুষ
নেতা হয়ে তার সম্মান,
জোরপূর্বক আদায় করে,
তখন মানুষ ভয়ে নিরব থাকে !
যখন তার সময়ের পরিবর্তন আসে
তখন মানুষ তার কৃতিকর্ম স্মরণ করে,
তাকে অপদস্ত করে !
তখন তার সম্মান সমাজে ক্ষুণ্ণ হয় !
--------///--------
মোঃ রোকন আহমেদ।
৩০ এপ্রিল ২০২১ সাল।