. আমার জীবন তরী দেহখানি
সময় হলো মহা সাগর,
মন আমার মদন মাঝি
সে তো বড় বাজিকর।
সারে তিন হাত তরীখানি
জোড়ার পেরেক যায় খুঁলি,
ও সে পানি সেঁচে জীবন ভরে
তার বণিক হয়না খুঁশি।
ঐ তরীতে লগি দুটি
বাইছে জীবন ভরে,
লগির আক্ষীর ধরছে গোনে
ভড় দিলে যায়না তরী সম্মুখে।
আমার জীবন তরী দেহখানি
সময় হলো মহা সাগর,
মন যে আমার মদন মাঝি
সে তো বড় বাজিকর ।
তরীর আছে দুইটি বাতি
দেয়না বাতি ভালো আলো,
বাতির শতলায় ধরছে গুলটি
ও সে দূরবীনে দেখে ভালো।
ডানে বামে দুইটি দাঁড়
হেঁচকা টান মারে,
সাগর উত্তাল,ঢেওয়ে বাড়ি
আমার মদন মাঝি কাঁদে।
আমার জীবন তরী দেহখানি
সময় হলো মহা সাগর,
মন যে আমার মদন মাঝি
সে তো বড় বাজিকর।
মদন মাঝি ভাবছে এখন
তরী আর কতো চলবে,
ঘাটে তার তরী রেখে
বাজিকর যায় যে চলে ।
আমার জীবন তরী দেহখানি
সময় হলো মহা সাগর,
মন যে আমার মদন মাঝি
সে তো বড় বাজিকর ।
------///-----
মোঃ রোকন আহমে।
লণ্ডন থেকে।
০২ সেপ্টেম্বর ২০১৯ সাল।