. আয়না একটি ভয়ংকর চিত্রকর
প্রথম যে দিন,আয়নায় দেখা হলো,
ভেবে ছিলাম আমি পৃথিবীর শ্রেষ্ঠ।
সে দিন মোটেও ভাবিনি
আমি কখনো যে হারিয়ে যাই।
চোখে আলো দেখেছি
নক্ষত্রের মতো,
চশমার প্রয়োজন ছিলনা।
মাথার চুল গুলি ছিল কালো
একটি চুল সাদা নেই,
মুখে ত্বক ফর্সা
আমি নবযৌবনে পর্দাপন করলাম।
আমার জ্ঞান,আমার চিন্তা
আমার মন মানসিকতা,
সবই উন্মুক্ত এই সমাজে।
এখন দেখি প্রতিদিন,প্রতি ঘন্টায়
আমার জীবন থেকে,অনেক কিছু
বদলে গেছে।
বদলে গেছে সমাজ,বদলে গেছে মানুষ
হারিয়ে গেছে প্রেম,হারিয়ে গেছে যৌবন
সবই আজ কালের বিবর্তন।
হঠাৎ একদিন আয়নার
সামনে দাঁড়িয়ে দেখি,
ভয়ংকর আমার চিত্র
আমি হতবাক হলাম।
এখন দেখি কালো চুল সাদা
মুখের ত্বক মলিন ঝুলে গেছে,
মুখে দাঁত নেই।
চোখের আলো অনেক দূর্বল
চোখে দিয়ে অবিরত পানি পড়ে,
চশমা পড়তে হয়।
এখন মনে হয় সময়ের আবর্তনে
আমায় নিয়ে যাবে মৃত্যু দুয়ারে,
আর আয়নায় বিশ্বাস নেই
আয়না ভয়ংকর চিত্রকর।