- মেরুয়ার তরঙ্গ জলে
ঢেউয়ের খেলা,
আমি ভাবি কখন যে
শেষ হয়ে যায় মোর জীবনের বেলা !
কর্মের ফল আজ স্মরণ
করি সর্ব কালে ;
এ জীবন ব্যর্থ গেল ওগো বন্ধু
আপনারে খোঁজে।
দেখা হবে জেনে আজ
গাঁথিয়াছি নীম ফুলের মালা,
যদি তুমি না আসো বন্ধু
আমি দিবো কার গলায় !
আঁকিয়াছি বহু ছবি
বহু লোক দেখে ;
কেমনে আঁকিবো তোর ছবি
যদি না পাই তোকে খোঁজে।
মেরুয়ার জলে আজ করে কল কল
ও বন্ধু,তুমি অভিমানে ভুলে যাও ;
সময় নিয়ে নিরবে আসিও তুমি
সেই পুরোনো বট গাছের তল !!!