. একজন পুরুষের জীবনের পরিবর্তন
আরেক জন নারী হতে পারে।
এই নারী সাথে তার দাম্পত্য
সম্পর্ক গড়ে উঠে।
তার পিছনে অনেক কিছু
পরিত্যাগ করে,
ত্যাগ করে বাল্যজীবন,
ত্যাগ করে সে দেখা,অদেখা
যেটার জন্যে অপেক্ষায় ছিল সে।
সে হতে হবে দায়িত্তশীল
হতে হবে ধৈর্য্যশীল।
নিজেকে রাখতে হয় কর্ম জীবনে
তার উপর সংসারের দ্বার বর্তায়।
দেখতে হবে মানবিক দিক।
মেনে নিতে হবে জীবনের মূল্যবোধ।
এখানেই পুরুষের জীবনের পরিবর্তন।