. মেঘের চেয়ে ভারী চোখের জল
মেঘ তো,কিছু সময়,কিছু দিন,
বৃষ্টি ঝরিয়ে প্লাবন করে য়ায়
এটা প্রাকৃতির বৈশিষ্ট্য লীলা !
কিন্তু,কোনো কোনো মানুষের
চোখের জল মেঘের উর্ধে ভাসে,
সে সারা ক্ষণ বৃষ্টি ঝরায় !
তার চোখের জলের স্রোত
এতো কঠিন শিলার বাঁধের-
ভিতরে জমাট হয়ে আছে !
সে তো কোন দিন প্লাবন তৈরী করেনি ?
তার প্লাবন ভেসে আছে জীবন বোধে,
যেটা মানুষ শংকোচন আজো করেনি।
রোকন আহমেদ।
স্হান লন্ডল (টাওয়ার হামলেট)
সময়ঃ- রাত ২ টায়।
তাং ০২/১১/১৭ ইংরেজী।