.       জন্ম মোদের যেথায় ছিল
        গ্রামটি খাদিমপুর,
        বয়স তখন আট,দশ ছিল
        বাল্য বন্ধু ছিল,লকন আর নুর !

        নামটি যেমন কাজটি তেমন
        নেই তো মনে ভয়,
        যাহা চাইবো-তা করবো
        তাই তো মনে হয় !

        ভাদ্র মাসে উষ্ণ রোদে
        রোংঙ্গা হাতে লকন,
        কোথায় আছে রোকন মামু
        মাছ শিকারে যাবে কখন !

        না বাবা না,আমি যাবোনা
        আজকে স্কুল আছে,
        স্কুল ফাঁকি দিলে এবার
        পিটুনি পড়বে পিঠে !

        লকন এবার পিছু ছাড়ে না
        বলছে কাতর হয়ে,
        আসনা মামু,আসনা কেন ?
        সিগারেট টানবো মিলে !

        মনটি এখন কি যে হলো
        তাহার কথা শুনে,
        চলরে বেটা মাছ ধরবো
        স্কুল আবার কিসের ?

        মোদের বাড়ির পাশে স্কুল ছিল
        লাইব্রেরী দরজা দিয়েছে খুলে,
        টেবিলে ছিল স্যারের সিগারেট
        আনছে লকন,চুপটি করে গিয়ে !

        লোকমান চৌকিদার হঠাৎ দেখে
        চিৎকার করে স্যার স্যার,
        লকন,রোকন সিগারেট নিয়ে
        ঐ য়ে ওরা দৌড়ায় এবার !

        লোকমান চৌকিদার পিছু ধরছে
        পিছনে পিছনে দৌড়ে,
        কাদা মাটি হাতের কাছে
        লোকমানের পিঠটি দিলাম লেপে !

        মনটি এখন বেজার লোকমান
        চুপটি করে ফিরে,
        ছাত্র ছাত্রী সবাই দেখে
        হাসি☺ তামাশা করে !
          --------///-----
        মোঃ রোকন আহমেদ।
        ১৯ জানুয়ারী ২০২১সাল।